দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)

নীলফামারী ডোমারে মেলাপাঙ্গা গ্রামে ফরেস্ট বাগানের গাছের ডালে ভড়সা মনি (২২) নামের এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (২১ডিসেম্বর) সকাল আনুমানিক ৭ঘটিকার সময় আশিকুল নামের এক স্থানীয় কৃষক ভূট্রা ক্ষেতে যাওয়ার সময় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ভড়সা মনির লাশ দেখতে পেলে এলাকায় চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়। পরে বেলা ১১টার দিকে ডোমার থানা পুলিশ লাশ নামিয়ে পোস্টমর্টেমে পাঠিয়ে দেয়।

জানা যায়, ভড়সা মনি নীলফামারী ডোমারের মেলাপাঙ্গা গ্রামের ভাটিয়া দুলু মিয়ার মেয়ে। মৃত্যুকালে তিনি তিন বছরের এক মেয়ে এবং দুই বছরের এক ছেলে পৃথিবীতে রেখে গেছেন।

এলাকাবাসীর তথ্যমতে, ভড়সা মনির শশুরবাড়ি ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নে তার স্বামী হুসেন আলীর ছেলে সাদ্দাম হোসেন। স্বামীর সাথে বনিবনা না থাকায় দুই মাস ধরে বাবার বাড়িতে আছে। গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) তার স্বামী নিতে আসলে স্বামী-স্ত্রীর মাঝে কথা কাটাকাটি হয় এবং রাত ১০টার দিকে রাগ করে বাড়ি থেকে বের হয়ে আসে। রাতে অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া না গেলে সকালে বাড়ির পাশে ফরেস্টের বাগানের গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।

এবিষয়ে ডোমার থানা অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম’র সাথে কথা হলে তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পোস্টমর্টেমের রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version