দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের জুড়ীতে ২০২৪-২৫ইং অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো উফশী ধান সমলয় চাষাবাদের মাধ্যমে ব্লক প্রদর্শনীর রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯শে ডিসেম্বর) বিকেলে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভুয়াই এলাকায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বোরো সমলয়ের চারা রোপনের উদ্ভোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আধুনিক যন্ত্রের ব্যবহার বৃদ্ধির মাধ্যমে কৃষিতে বিপ্লব ও স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখতে সকলকে আহবান জানান।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান খাঁন। উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আজিজুল ইসলাম খানের সঞ্চালনায়

জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান খাঁন জানান, জুড়ীতে গত মাসের ১৭ই নভেম্বরে ট্রেতে বীজ বপন করা হয়। এক মাস বয়সী চারা আজকে রাইস ট্রান্সপ্লান্ট এর মাধ্যমে রোপনের কার্যক্রম শুরু হয়। সরকার খামার যান্ত্রিকীকরণ উৎসাহিত করার জন্য এই সমলয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেখানে একই সাথে একই জাতের বীজ যন্ত্রের মাধ্যমে বপন করা হয়। একই সময়ে যন্ত্রের মাধ্যমে চারা মূল বীজতলায় রোপণ করা হয় এবং পরিপক্ক হলে কম্বাইন হারভেস্টার দিয়ে এই ধান কাটা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version