দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ঝালকাঠিতে টিআইবির ইয়েস গ্রুপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মো. শাহারিয়া পাপন দলনেতা এবং সুমাইয়া আক্তার শাহারিন ও মো. আরিফুল ইসলাম আকাশকে
সহদলনেতা নির্বাচিত করা হয়েছে ।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে সনাক কার্যালয়ে বিশেষ সভায় ইয়েস সদস্যদের গোপন ভোটে তারা নির্বাচিত হন। আগামী ১ জানুয়ারি ২০২৫ থেকে পরবর্তী ছয় মাসের জন্য এ নেতৃত্বের মেয়াদ কার্যকর থাকবে।

সনাক সদস্য ও ইয়েস বিষয়ক উপ-কমিটির মোঃ নজরুল ইসলাম তালুকদার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচনে দলনেতা পদে ২জন, সহদলনেতা (নারী) পদে ৪জন এবং সহদলনেতা (পুরুষ) পদে ৩জন প্রার্থী অংশ নেন।

এসময় সনাক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত, টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মিজানুর রহমান, সনাক সদস্য ও ইয়েস উপ-কমিটির সদস্য কবিতা হাওলাদার, সুজিত কান্তি বোস, ইন্টার্নসহ ইয়েস গ্রুপের সদস্য ও টিআইবি’র কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) উদ্যোগে গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝালকাঠির সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্যরা স্বেচ্ছাসেবার ভিত্তিতে দুর্নীতিবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। পার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেইনেস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা) প্রকল্পের আওতায় সনাকের তত্ত্ববধানে বর্তমানে শিক্ষা (প্রাথমিক ও মাধ্যমিক), স্বাস্থ্য ও ভূমি সেক্টরের ১০টি প্রতিষ্ঠানের সেবার টেকসই মানোন্নয়নে লক্ষ্যে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপকে (এসিজি) সহযোগিতা, এবং সেবাদাতা ও সেবাগ্রহীতাদের সমন্বয়ে কাজ করছেন তারা। এছাড়াও তথ্য অধিকার আইন (আরটিআই) ব্যবহারের উপকারিতা ও সঠিক প্রয়োগে সচেতনতা বৃদ্ধিতে আরটিআই ক্যাম্পেইন, তথ্য মেলা আয়োজন, দক্ষতাবৃদ্ধিমূলক কার্যক্রম, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি (ভিডব্লিউবি) কার্যক্রমের পরিবীক্ষণ, ওয়েব পোর্টাল পরিবীক্ষণ, স্যাটেলাইট ক্যাম্পেইনসহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম বাস্তবায়ন করে থাকেন তারা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version