নিজস্ব প্রতিবেদক: “প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” এ প্রতিপাদ্য আলোকে নেত্রকোনার কলমাকান্দায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। এ দিবসটি উপলক্ষে র্যালি ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৮ ডিসেম্বর) র্যালি শেষে ইউএনও কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা আয়োজন করা হয়।
এতে পজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুমিনুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো.শহীদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ আল মামুন, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম ও কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম মামুন প্রমুখ।