আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ
রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় অবস্থিত শতভাগ রপ্তানিকারক জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ব্লিং লেদার প্রোডাক্টস্ লিমিটেডে আনন্দ উৎসব ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে । বর্ণিল অনুষ্ঠানটিতে নিয়মানুবর্তিতা, কর্ম দক্ষতা ও অন্যান্য গুণাবলীর আলোকে ৭ জন কর্মীকে বর্ষসেরা কর্মীর পুরস্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্লিং লেদার প্রোডাক্টস্ লিমিটেডর চেয়ারম্যান মোঃ হাসানুজ্জামান হাসান । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক খাজা রেহান বখত, সিএফও মোঃ কেরামত আলী, মহা ব্যবস্থাপক এম. এম. খালিদ আহসান প্রমুখ । দুই হাজারের অধিক শ্রমিক, কর্মচারী, কর্মকর্তারদের নিয়ে ব্লিং লেদার প্রোডাক্টস্ লিমিটেড চত্বরে গত রবিবার (১৫ ডিসেম্বর) দিনব্যাপী নানা আয়োজনে পালিত হয় দিনটি ।
খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রাফেল ড্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রাফেল ড্র তে ১ম পুরস্কার ৫০ ইঞ্চি স্মার্ট টিভি পেয়েছে সুইং বিভাগের কর্মী শ্রীমতি সুমিত্রা, ২য় পুরস্কার ২টি স্মার্টফোন পেয়েছে কর্মী মৌসুমী ও ময়না। ৩য় পুরস্কার ৫ টি কমফোর্ট এবং ৪র্থ পুরস্কার ১০টি মোবাইল ফোন সহ আরো অনেক আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। ব্লিং লেদার প্রোডাক্টস্ লিমিটেডর চেয়ারম্যান মোঃ হাসানুজ্জামান হাসান বলেন, বাংলাদেশের রপ্তানিতে ঝিলিক দেখা যাচ্ছে। দক্ষ জনশক্তি ব্যবহার করে ফুটওয়্যার খাতে আমরা গুনগত মানের পণ্য তৈরি করছি । ভবিষ্যতে রপ্তানি আরও বাড়বে বলে আশা করছি । সেই সাথে উত্তরাঞ্চলে আরও ব্যাপক কর্মংস্থানের ব্যবস্হা হবে, ইনশাআল্লাহ ।