নেত্রকোনার আটপাড়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস।৩১ বার তোপাধ্বনির মধ্য দিয়ে দিবসটি সূচনা হয়৷সকালে উপজেলা স্মৃতিসৌধে পুস্পস্তবকঅর্পণ, সকাল সাড়ে ৯ টায় উপজেলায় বিজয় মেলারউদ্বোধন, পরে উপজেলা মাল্টিপারপ্লাস হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেনভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাডা. উত্তম কুমার পাল, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ আশরাফুজ্জামান, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাছুম চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, সদস্য সচিব খসরু আহমেদ, সাবেক সভাপতি খায়রুল কবীর তালুকদার, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক হুমায়ূন কবীর, সদস্য সচিব ফজলুল করিম আঙ্গুর প্রমুখ। এছাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন নানা কর্মসূচি পালন করে।