দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপিত হয়েছে।সোমবার (১৬ ডিসেম্বর) সকালে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা।এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ হতে চির উন্নত মম শির-এ পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। এরপর বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার,  অনুষদীয় ডিন, শিক্ষক সমিতি, বিভিন্ন বিভাগ, কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলসহ বিভিন্ন সংগঠনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে বিজয় শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।শ্রদ্ধা নিবেদন শেষে গাহি সাম্যের গান মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘স্বাধীনতা অর্জন অবশ্যই কঠিন তবে স্বাধীনতা রক্ষা করা আরও কঠিন কাজ। আমাদের দেশের জনগণ দেশের প্রয়োজনে একতাবদ্ধ হতে জানে বিধায় আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করতে পারবো।অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সঙ্গীত বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ড. রশিদুন্ নবীকে সংবর্ধনা প্রদান করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। সংবর্ধনা পেয়ে তিনি তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কৃতজ্ঞতার সাথে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। মুক্তিযুদ্ধকালীন যুদ্ধের বিভিন্ন অভিজ্ঞতার কথা উল্লেখ করেন ড. রশিদুন্ নবী। এসময় বিজয় দিবস উপলক্ষ্যে শিশুদের মধ্যে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধু হল, বঙ্গমাতা হল, অগ্নি-বীণা এবং দোলন-চাঁপা হলে অনুষ্ঠিত ইনডোর গেমস -এ  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version