নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন হয়েছে। এ দিবসটি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৭ টায় উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়।
একইদিন সকাল সাড়ে ৭টায় বিএনপির কার্যালয় সামনে থেকে একটি বিজয় মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিকদলসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। পরে বিকাল ৩টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভায় উপজেলার বিএনপির আহবায়ক এমএ খায়ের ও যুগ্ম আহবায়ক হারেজ রহমান নাজিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো. সাইদুর রহমান ভুঁইয়া, মো. রফিকুল ইসলাম রফিক, উপজেলা জাতীয়বাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া, বিএনপি নেতা মতিউর রহমান মতি, উপজেলার জাসাসের সভাপতি মো. আমিনুল আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব সোলায়মান হক ও যুগ্ম-আহবায়ক রাকিবুল হাসান রতন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন আজাদ আয়নাল ও যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম, শ্রমিক দলের সভাপতি মো. সাইফুল ইসলাম, ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ইশতিয়াক হাসান সৌরভ ও হাসান আল মামুন প্রমূখ।