কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ইয়াবা ও হেরোইনসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। হেরোইন ওজন করার যন্ত্রসহ তাদের সাথে থাকা দুটি মোবাইল ও একটি ট্যালেট জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলো- মো. শাহিন (৪০) ও মো. রফিকুল ইসলাম (৪৫)। তারা দুজনে জেলার মোহনগঞ্জ উপজেলার বার্তারগাতী গ্রামের বাসিন্দা।
রবিবার (১৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে এতথ্য নিশ্চিত করেন মেজর নাজমুজ সাকিব। তিনি ৮ম ইস্টবেঙ্গল রেজিমেন্টের কোম্পানী কমান্ডার এবং নেত্রকোনা সেনা ক্যাম্পের দায়িত্বরত সেনা কর্মকর্তা।
তিনি জানান, রবিবার রাত সোয়া ৭টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন তাহমিদুল আল নোমানের নেতৃত্বে মোহনগঞ্জ সেনা ক্যাম্পের একটি টহল দল বার্তারগাতী গ্রামে অভিযান পরিচালন করেন। এ অভিযানে একই গ্রামের জনৈক মুস্তানজিদের বাড়িতে তল্লাশি করে ৭৫ পিস ইয়সা ও এক পুড়িয়া হেরোইনসহ দুজনকে আটক করতে সক্ষম হয় সেনা দলটি।
এ অভিযানে হেরোইন ওজন করার যন্ত্রসহ আটককৃত ব্যক্তিদ্বয়ের সাথে থাকা দুটি মোবাইল ও একটি ট্যাবলেট জব্দ করা হয়েছে। ধৃত দুজন মাদক ব্যবসায়ীকে মোহনগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান এই সেনা কর্মকর্তা।