১৬ ডিসেম্বর আমাদের গৌরবের ও সৌরভের মহান বিজয় দিবস। এ দিনটি স্বাধীনতা যুদ্ধপুর্বের অবিস্মরণীয় স্মৃতিময় দিন। লাখো শহীদের রক্তস্নাত বিজয়ের দিন। বাঙালী জাতি দীর্ঘ নয়, মাস রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি শাসকদের শোষন, নিপীড়ন আর দুঃশাসনের বেড়াজাল ভেদ করে ১৯৭১ সালের এই দিনটিতে বিজয়ের প্রভাতি সূর্যের আলো ছিনিয়ে এনেছিলো এ দেশের শিশির ভেজা মাটির বুকে। আর এ দিনেই বিশ্বের মানচিত্রে জন্ম হয় লাল-সবুজের পতাকা রচিত স্বাধীন ও স্বার্বভৌম বাংলাদেশের।এ বিজয় গৌরবের ও বাঁধভাঙ্গা আনন্দের দিন। একই সঙ্গে আজ লাখো স্বজন হারানোর শোকে ব্যথাতুর-বিহ্বল হওয়ারও দিন।
এই মহান বিজয়ের দিনে শ্যামপুর ইউনিয়নসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আবু তালেব। বিজয় দিবসে সকল শহীদ মুক্তিযোদ্ধা এবং মহান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শুভেচ্ছা বার্তায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আবু তালেব বলেন, আসুন আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে, দেশপ্রেমের মূলমন্ত্রকে ধারণ করে অসম্প্রদায়িক ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে দলমত নির্বিশেষে একতাবদ্ধ হয়ে কাজ করি। মহান বিজয় দিবসে-এই হোক আমাদের অঙ্গীকার।