কে. এম. সাখাওয়াত হোসেন: দুইশো ১৩ গ্রাম হেরোইনসহ মোছা. রুমা (৩৫) ও হাবিব আহম্মেদ (২৬) নামে দুজন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৪। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ২১ লক্ষ ৩০ হাজার টাকা। এছাড়াও আটককৃত দুজনের কাছ থেকে দুটি মোবাইল ও নগদ অর্থও জব্দ করা হয়।
আটকদের একজন হলেন, রাজশাহী মোহনপুর উপজেলার বকশিমইল গ্রামের মো. আক্কাস আলীর ছেলে হাবিব আহম্মেদ। আরেকজন, ময়মনসিংহ ত্রিশাল উপজেলার মকসপুর গ্রামের রফিজ উদ্দিন মেয়ে মোছা. রুমা।
রবিবার (১৫ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে র্যাব-১৪ (সিপিএসসি) এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম (পিপিএম-সেবা) এতথ্য নিশ্চিত করেন।
এরআগে একই দিন সকাল সোয়া ৭টার কিছু আগে ময়মসিংহের ভালুকা উপজেলায় ভরাডোবা ইউনিয়নে নিশিন্দা গ্রামের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বপাশে বিএসবি স্পিনিং মিলের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নারীসহ দুজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয় র্যাব-১৪।
র্যাবের মিডিয়া অফিসার মো. নাজমুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটক দুজনের বিরুদ্ধে ময়মনসিংহের ত্রিশাল থানায় মামলা দায়ের পূর্বক মাদকসহ আসামিদের হস্তান্তর করা হয়েছে।
অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বলে জানান এই কর্মকর্তা।