বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ মরহুম মসিউর রহমান গীতাঞ্জলি সড়কস্হ বাড়ী ও দলীয় কার্যালয়ে হামলা ও তার জোষ্ঠ্য পুত্র কে কুপিয়ে হত্যার চেষ্টা।এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি ছিড়ে ফেলে ঝিনাইদহ জেলা বিএনপির যুবদলের একটি অংশ।এসময় গীতাঞ্জলি সড়কস্হ বিভিন্ন স্বর্নের দোকানে লুটপাটের চেষ্টা চালায় যুবদলের এই অংশটি। শহরে থমথমে পরিবেশ বিরাজ করেছে।