মোঃ মহিবুল ইসলাম পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
“ত্রাণ চাই না, টেকসই বেঁড়িবাধ চাই” এই শ্লোগানকে সামনে রেখে বরগুনা উপকুলীয় উপজেলা বামনার ডৌয়াতলা ইউনিয়নে পূবগুদিঘাটা গ্রামে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। এলাকাবাসীর আয়োজনে। বিকাল চার টায় বিষখালী নদীর পাড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালিত হয়।আজ বেলা ১১ টায় বরগুনা বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের পূবগুদিঘাটা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন গোলাম মহিউদ্দিন, অধ্যক্ষ, বরগুনা ‘ল’ লেজ, আলতাফ হোসেন চৌধুরী, সাবেক মেম্বর, মো: মঞজু সাবেক মেম্বর, নান্ট জোমাদ্দার, সমাজ সেবক, গৌতম বিশ্বাস, সমাজ সেবক, কাজী সহিদুল আলম, সমাজ সেবক, মো: লিটন, সমাজ সেবক, মো: জলিল, সমাজ সেবক, মো: মতিউর রহমান, সমাজ সেবক, প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ডৌয়াতলা ইউনিয়নের পূবগুদিঘাটা গ্রামে টেকসই বেড়িবাঁধ না থাকায় প্রতি অমাবশ্যা ও পূর্ণিমায় জোয়ারে প্লাবিত হয় প্রায় পাঁচ শতাধিক পরিবার। এছাড়াও প্রতিনিয়তই অব্যাহতভাবে ভাঙছে আমাদের উপকূলীয় বেড়িবাঁধ। অথচ এই বেড়িবাঁধগুলো কখনোই টেকসইভাবে সংস্কার করা হয় না। সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা থাকি প্রতিনিয়ত। জোয়ারের সময় এলাকার রাস্তাঘাট প্লাবিত হয়। এ কারনে বাচ্চারা স্কুলে যাওয়া আসা করতে পারে না। বন্ধ রাখতে হয় রান্না-বান্না। গবাদি পশু নিয়ে পরতে হয় বিড়ম্বনায়। তাই আমরা কোন ত্রাণ চাই না, চাই টেকসই বেড়িবাঁধ এমনটি দাবি এলাকাবাসির।