গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ১৯ বোতল ফেন্সিডিল ও ৪০০০ হাজার পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মাদক কারবারি বাবা-ছেলেসহ তিনজনকে গ্রেফতার করেছে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (১১ ডিসেম্বর) গোবিন্দগঞ্জ উপজেলার মালঞ্চা হাজীপাড়া গ্রামের একটি ধান ভাঙ্গার মিল থেকে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের বর্তমান বাজার মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।
গ্রেফতাররা হলেন, মালঞ্চা হাজীপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে বাহাদুর সরকার (৩৮) ও তার ছেলে নাজমুল হুদা বাপ্পী (২০) এবং একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে মাসুদ রানা (২১)।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরির্দশক আবু নায়েম মো. কাজী নুরুন্নবী,
তিনি জানান,গোপন খবরে মালঞ্চা হাজীপাড়া গ্রামের বাহাদুর সরকারের ধান ভাঙ্গার মিলে অভিযান চালিয়ে স্টোর রুম থেকে ১৯ বোতল ফেন্সিডিল ও ৪০০০ হাজার পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় হাতেনাতে আটক করা হয় বাহাদুর সরকার, তার ছেলে নাজমুল হুদা ও মাসুদ রানাকে। এরআগেও মাদকসহ বাবা-ছেলে একাধিকবার গ্রেফতার হয়। কিন্তু জামিনে এসে তারা আবারও মাদক ব্যবসা শুরু করেন।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।