রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়িতে সম্প্রীতির অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় পিস ফ্যাসিলিটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে সম্প্রীতির অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ফুলছড়ি উপজেলা পিএফজি’র কো-অর্ডিনেটর শামসুজ্জোহা বাবলু। হাঙ্গার প্রজেক্টের রংপুর অঞ্চলের সমন্বয়কারী ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা পিএফজির এম্বাসেডর জিএম সেলিম পারভেজ, ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ এইচ এম সোলাইমান শহিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা, উপজেলা হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি হিম চন্দ্র বর্মন, উপজেলা পিএফজির সদস্য অশ্বনী কুমার বর্মন ও হাফেজ সাইফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের স্থানীয় প্রতিনিধি আলতাফ হোসেন, ইমাম সোহরাব হোসেন, ইয়ুথ পিস এম্বাসেডর খোরশেদ আলম, নুরে আশরাফ সিদ্দিক শ্রাবণ, শেখ ফরিদ প্রমুখ। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, রাজনৈতিক দল, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক ভূ-স্বর্গ। আবহমান কাল থেকে এ দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছে। এখানে নেই কোনো হিন্দু-মুসলিম দ্বন্দ্ব, নেই কোনো জাতি-ধর্মের বিদ্বেষ। তাই ধর্মীয় ভেদাভেদ ভুলে অসাম্প্রদায়িক দেশ গঠনে সম্মিলিতভাবে সবাইকে কাজ করার আহ্বান জানান তারা।