রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
নীলফামারীর ডিমলায় পাক হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে ডিমলার ১০টি ইউনিয়নকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে স্বাধীনতাকামী বীরমুক্তিযোদ্ধারা সারাদেশের মতো ডিমলাকে মুক্ত করেছিল।
গতকাল বুধবার (১১ ডিসেম্বর) পাক হানাদার মুক্ত দিবসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডিমলা উপজেলার শিক্ষার্থীরা
দুপুরে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিমলা বিজয় চত্ত্বরে পুষ্প অর্পণ করেন।
এর আগে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক আতিক মুজাহিদ, সংগঠক আবু সাঈদ লিয়ন, সদস্য সাদিয়া ফারজানা দিনা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সমন্বয়ক রেদওয়ান আহমেদ, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী শাকিল প্রধান, রাশেদুজ্জামান রাশেদ, জাফর হোসেন জাকির, তুষার ইমরান, লিয়ন ইসলাম, আতাউর রহমান লেলিন, ওমর সানি ও মাসুদ ইসলাম প্রমূখ।