উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে নূরুল আমিন অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের উদ্যোগে ওই কম্বল বিতরণ করা হয়।
জানা যায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নে অবস্থিত নূরুল আমিন অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয় ক্যাম্পাসে ৩টি ( রাজারামপুর, রাজিবপুর, ঈশ্বরগঞ্জ) বিদ্যালয়ের ১৫০জন শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বলগুলো বিতরণ করা হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) মো.ইকবাল হোসাইন, ময়মনসিংহ জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা তমালিকা চক্রবর্তী, ঈশ্বরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোঃ হাসান কিবরিয়া ও রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল আলী ফকির উপস্থিত থেকে কম্বলগুলো বিতরণ করেন।