দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

শাকিল বাবু
জাককানইবি প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জুলাই-আগস্ট শহীদ স্মরণে আন্তঃ বিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) কেন্দ্রীয় মাঠে ফাইনাল খেলায় আইন বিভাগকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ। ফাইনাল খেলা উপভোগ করে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। খেলা শুরুর আগে ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে একমিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, আমি এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী বক্তব্যে বলেছিলাম খেলা হলো ভ্রাতৃত্বের প্রতীক, ঐক্যের প্রতীক। আজকের এই ফাইনাল খেলা দেখতে এসে দর্শকদের উপস্থিতি দেখে আমি বুঝতে পারলাম বিশ্ববিদ্যালয় পরিবারে সবার মধ্যে সেই ঐক্য তৈরি হয়েছে। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে একটা সহযোগিতা, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধের তৈরি হয়েছে।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম চ্যাম্পিয়ণ ট্রফি তুলে দেন বিজয়ী দল স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের হাতে এবং রানার আপ ট্রফি তুলে দেন বিজিত দল আইন ও বিচার বিভাগের হাতে।

বিভাগটির বিভাগীয় প্রধান সাদিক হাসান শুভ বলেন, টুর্নামেন্টের শুরু থেকেই খেলোয়াররা প্রচুর পরিশ্রম করেছে। আমাদের দিক থেকেও সর্বাত্মক সহযোগিতা করেছি। আমাদের টার্গেটই ছিল আমরা যেন চ্যাম্পিয়ন হতে পারি। এই চ্যাম্পিয়নশীপের মাধ্যমে আমরা আত্মবিশ্বাস অর্জন করেছি, পরিচিতি অর্জন করেছি। আমি বিশ্বাস করি এই বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার যোগ্যতা রাখে। আমি তাদের সফলতা কামনা করছি।

এলজিইউডি টিমের কোচ মো. রাকিবুল ইসলাম বলেন, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ চ্যাম্পিয়ন হওয়ায় আমরা পুরো বিভাগ ভীষণ আনন্দিত। ছেলেরা অনেক পরিশ্রম করেছে আজকের দিনটির জন্য। পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ খেলেছে ওরা। বিভাগীয় প্রধান ও বিভাগের সকল শিক্ষক মাঠে থেকে নিয়মিত আমাদের ছেলেদের উৎসাহ প্রদান করেছেন। সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। পুরো দল আজ সর্বোচ্চটা দিয়ে খেলেছে। এই সাফল্য বারবার ফিরে আসুক। আয়োজক কমিটি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা সুষ্ঠু ও সুন্দর একটি আয়োজনের জন্য।

দলটির টিম ম্যানেজার মাহিদুল ইসলাম মাহিম বলেন, ছেলেরা দুর্দান্ত খেলেছে আজকের আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না। বিগত খেলাগুলোর মতো এই খেলাতেও আমরা ঐক্যবদ্ধ ছিলাম।  কোনও বাধা বা সমস্যা আমাদের অই ঐক্য চিড় ধরাতে পারেনি।

সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের আয়োজনে এই প্রতিযোগিতা গত ২৫ নভেম্বর ২০২৪ তারিখ উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের ২৪ টি বিভাগ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রতিটি গ্রুপে ৩টি করে বিভাগ নিয়ে মোট ৮টি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version