বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পৌর সরকারি কেয়ামত উল্লাহ কলেজ শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (বিএনপি) এর আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধনের আয়োজন করেন।
১০ই ডিসেম্বর (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টায় পৌর সরকারি কেয়ামত উল্লাহ কলেজে উপজেলা ছাত্রদলের আয়োজনে, কলেজের প্রধান ফটকের সামনে সারিবদ্ধ ভাবে মানববন্ধন করা হয়েছে। এ সময় গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্মম অত্যাচার, হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের পৈশাচিক ঘটনায় যথাযথ বিচারের দাবি উপস্থাপন করা হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবইদুল ইসলাম শামীম, পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র আহবায়ক রিয়াদুল হক রবিন, সিনিয়র আহ্বায়ক মাহমুদুল, উপজেলা সিনিয়র আহবায়ক গাজী নয়ন, উপজেলা শাখা সভাপতি (জিয়া সাইবার ফোর্স) রাইসাল মন্ডল সহ জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তাদের সবাই মূল্যবান বক্তব্য প্রদান করেন, বিগত সরকারের আমলে হওয়া নির্যাতনের বিচার দাবি করে তাদের মুক্তি দেওয়াসহ সঠিক বিচারের দাবি জানান সবাই