মাভাবিপ্রবি প্রতিনিধি:
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গাজীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার হলে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হাফিজুর রহমান।স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এস কে সাকিব ভুইয়া। সঞ্চালনা করেন মো. হাসনাইন মাহমুদ ও সৌমিতা দাস।
এসময় সংগঠনের উপদেষ্টা হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ ইকবাল মাহমুদ, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ দেলোয়ার জাহান মলয়, একাডেমিক শাখা প্রধান ডেপুটি রেজিস্ট্রার মোঃ মাকসুদুর রহমান এবং জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মো. সামছুল আলম শিবলী।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত গাজীপুরের নবীন ও পুরাতন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।