তরিকুল্লাহ আশরাফী :
গত ৫ ডিসেম্বর হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদুল আহমেদ কে ঈশ্বরগঞ্জ উপজেলা বদলীর প্রজ্ঞাপন জারি করে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়। গতকাল শনিবার সন্ধায় প্রজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে ছাত্র জনতা ও সাধারণ মানুষ মর্মাহত হয়ে পোস্ট করতে থাকেন।
রোববার বেলা ১১ টায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন ও সাধারন জনগনের ব্যানারে উপজেলা পরিষদ চত্তরে মানববন্ধন করা হয়। এর আগে গত ২৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পান। এর আগে তিনি ভালুকা উপজেলায় ছিলেন। হালুয়াঘাট উপজেলা দায়িত্ব নেওয়ার পর থেকে তার কিছু উন্নয়নমূলক কাজ হালুয়াঘাটে দৃশ্যমান হয়। যার ফলে এলাকায় তার সুনাম বাড়তে থাকে। হঠাৎ গতকাল তার বদলীর আদেশ আসার পর থেকে এলাকার সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা জানান, ইউএনও স্যার হালুয়াঘাটে উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা হালুয়াঘাট উপজেলায় উন্নয়নের সার্থে ইউএনও স্যারকে হালুয়াঘাটে পুনঃবহাল চাই। যদি আজকের ভিতরে বদলী প্রত্যাহার করা না হয় হালুয়াঘাটে জরুরী জিনিস ব্যাতিত সকল দোকানপাট বন্ধ থাকবে। আর আমাদের কার্যক্রম চলতেই থাকবে।
মানবন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোঃ ইব্রাহিম, তোফায়েল আহমেদ, জুলাকার নাঈন, শরিফুল হাসান রানা, আশরাফুল ইসলাম সোহান, আবিদা সুলতানা, আফরিন ডানা,মাশহুরা তাবাসসুম কাশফিয়া প্রমুখ।