আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার আটপাড়া উপজেলায় মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আটপাড়া হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
রবিবার (০৮ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি শুরু হয়ে উপজেলা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার মাধ্যমে অনুষ্টান এর সমাপ্ত হয়।
এ সময় উপস্থিত ছিলেন আটপাড়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান, উপজেলা বিএনপির আহব্বায়ক মাসুম চৌধুরী, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহবায়ক আল আকরাম খান, মুক্তিযোদ্ধা এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।