দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি –

দুর্গাপুরে এক রাতে সেচের তিনটি ট্রান্সফরমার চুরি হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কেট্টা গ্রামে এ চুরির ঘটনা ঘটে।উপজেলার কেট্টা গ্রামের আলতাবুর রহমান সরকার, আবুল কালাম আজাদ ও রাখাল চন্দ্র সরকার ফসলি জমি থেকে চুরি হয়ে যায় সেচের ট্রান্সফরমারগুলো। এই ট্রান্সফরমারগুলো চুরি হওয়ার ফলে ওই গ্রামের প্রায় ১৫০ জন কৃষকের জমিতে পানি দেওয়া বন্ধ রয়েছে। এতে স্থানীয় কৃষকরা দুশ্চিন্তায় রয়েছেন।

পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়,প্রায়ই ঘটছে ট্রান্সফরমার চুরির ঘটনা। এ নিয়ে থানায় মামলাও হচ্ছে। গত এক বছরে মোট ২৮টি ট্রান্সফরমার চুরি হয়। এখন আবারও তিনটি নিয়ে মোট ৩১ টি ট্রান্সফরমার।চুরি হওয়া ট্রান্সফরমার মালিক আলতাবুর রহমান সরকার বলেন, এখন বোরো চাষাবাদের সময় কিন্তু গতকাল রাতের আঁধারে আমার ১টা ট্রান্সফরমারসহ পাশের আরো দুইটি ট্রান্সফরমার চুরি করে গিয়ে গেছে। এই সময় যদি পানির সমস্যা হয় তাহলে তো আমরা কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হবো। আমি থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।এ ব্যাপারে পল্লী বিদ্যুতের দুর্গাপুর জোনাল অফিসের ডিজিএম মো. দেলোয়ার হোসেন বলেন, কেট্টা গ্রামের তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা আমার জানা নেই। অভিযোগ কেন্দ্র থেকে লিখিত ভাবে যখন আমাকে জানানো হয় তখনই বিষয়টি আমি জানতে পাই।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version