ফেনী প্রতিনিধি :
ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলা ও ফেনীর বিলোনীয়া স্থলবন্দর এলাকায় এসে বাংলাদেশ বিরোধী শ্লোগান ও ভারতীয় সাংবাদিক ফেনীকে নিয়ে কটাক্ষের প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ফেনী জেলা স্বেচ্ছাসেবী পরিবার।
আজ বৃহস্পতিবাএ ( ০৫ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে ফেনীর শহীদ মিনার প্রাঙ্গন থেকে একটি মশাল মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তারা ভারতের আগ্রাশনের প্রতিবাদ করে। বক্তব্যে তারা আরো বলেন দেশের যেকোনো দুর্যোগে স্বেচ্ছাসেবীরা সর্বদা নিজেদের উৎসর্গ করবে। তাদেরকে সেনা প্রশিক্ষণ দিয়ে দেশের জন্য লড়াকু সৈনিক হিসেবে গড়ে তোলার আহবান জানান।