দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ-

ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ কনস‍্যুলেটে হামলা এবং সিলেট ও ফেনী সীমান্তে উগ্র ভারতীয়দের আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

আজ সোমবার (২ ডিসেম্বর) রাত ৯:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এসময় শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জয় বাংলা চত্বরে এসে শেষ করেন। বিক্ষোভ মিছিল শেষে সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘দূতাবাসে হামলা কেন, দিল্লি তুই জবাব দে’,’আর এস এসের  কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘বিজেপির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও’,’ উগ্রবাদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও,’সারা বাংলায় খবর দে, আগ্রাসনের কবর দে’, ” ইসকন তুই জঙ্গি, ভরতের সঙ্গী ” সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

ভারতের চরিত্র সবার কাছে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। কারণ তারা আমাদের দেশের দিকে চোখ তুলে তাকিয়েছে। একই সাথে তারা আমাদের দেশের সার্বভৌমত্বের উপর আঘাত করতে চাই উল্লেখ করে কেন্দ্রীয় সমন্বয়ক শুয়াইব বিল্লাহ বলেন,” ভরত রাষ্ট্র হিসেবে মোটেও ভালো নয়। তাদের প্রতিবেশী সব রাষ্ট্রের সাথে তাদের খরাপ সম্পর্ক। তারা যদি ভালোই হতো তাহলে কেন তাদের সাথে পাকিস্তান, চীনের সম্পর্ক খারাপ। এমনকি নেপাল যারা হিন্দু ধর্মের প্রধান একটি দেশ, তাদের সাথেও সম্পর্ক খারাপ। সবাই খারাপ তারা শুধু ভলো??”

তিনি আরও বলেন, ” বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের উপর ভারত যদি কোনো দাদাগিরি করার চেষ্টা করে, বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব নষ্টের চেষ্টা করে আমরা এর দাঁতভাঙ্গা জবাব দিব। আমরা যেভাবে জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়েছি, ঠিক একই ভাবে ভরতকে এর জবাব দিব। ”

ভারতের হামলাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ফার্মেসি বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওবায়দুল ইসলাম বলেন, ” আমরা দেখেছি গতকাল ও আজ ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ কনস‍্যুলেটে হামলা এবং সিলেট ও ফেনী সীমান্তে বাংলাদেশের দিকে মাইক দিয়ে উচ্চস্বরে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে তার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানায় । ”

তিনি ভারতকে হুশিয়ার করে বলেন,” আমরা ভারত কে স্পষ্ট করে বলে দিতে চাই এটা সিকিম না, আরো বলতে চাই এটা হায়দরাবাদ না, এটা স্বাধীন সার্বভৌমত্বের ৫৬ হাজার বর্গমাইলের দেশ বাংলাদেশ। আপনারা যতই ষড়যন্ত্রের চেষ্টা করেন কেন বুকের তাজা রক্ত দিয়ে তার সেই ষড়যন্ত্রের মোকেবেলা করা হবে। আপনারা যদি মনে করেন বাংলাদেশ দিল্লি থেকে পরিচালিত হবে, তাহলে বোকার স্বর্গে বাস করছন। বাংলার মোসলমান কখনো বেঁচে আছে। মোসলমান কখনো অন্যের অধিনে চলে না, বরং তাদের অধীনে অন্যরা চলে।”

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version