নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাদকাসক্ত জুয়েল মিয়া (২১) নামে এক যুবককে ১২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাকে নগদ একশো টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
সাজাপ্রাপ্ত জুয়েল মিয়া কলমাকান্দা সদরের চাঁনপুর গ্রামের মৃত চাঁন মিয়া ছেলে।
সোমবার (২ ডিসেম্বর) রাতেই তাকে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। এরআগে একই দিন সন্ধ্যায় উপজেলার চাঁনপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনার মাধ্যমে জুয়েল মিয়াকে আটক করা হয়।
জানা যায়, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে কলমাকান্দার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম সদরের চাঁনপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে আটককৃত জুয়েল মিয়া অপরাধ স্বীকার করে নেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আদালত তাকে এক বছরের (১২ মাস) বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ একশো টাকা অর্থদন্ড প্রদান করেন।