টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামিদের মুক্তিতে আনন্দ মিছিল হয়েছে।
রবিবার ১ ডিসেম্বর ২০২৪ দুপুরে নাগরপুর বাজারে
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলু এর দিক নির্দেশনায় নাগরপুর উপজেলা যুবদলের নেতৃত্বে আনন্দ মিছিল হয়েছে। মিছিলটি নাগরপুর সদর বাজারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহিলা কলেজের সামনে সমাপ্ত হয়েছে মিছিলটি।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির সহ সভাপতি আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনের আসামি খালাস দিয়েছেন আদালত। রোববার ১১ টায় বিচারপতি এনায়েত ও একেএম আসাদুজ্জামান হাইকোর্ট বেঞ্চে এরায় দেন।
খালাস পেয়ে রায় পর্যবেক্ষন হাইকোর্ট বলেন, ঘটনার বর্নণা করেছেন স্বাক্ষীরা। কে গ্রেনেড নিক্ষেপ করেছেন তা উল্লেখ করেননি তদন্ত কর্মকর্তা। এছাড়াও ২১ আগস্ট হামলায় কে গ্রেনেড সরবরাহ করেছেন তাও বলেননি। ফলে বিজ্ঞ আদালত সকল আসামিদের খালাস দেন।
এ আনন্দ মিছিলে আরও উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) নাজমুল হক স্বাধীন, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম নবা, ইকবাল হোসেন, আলিম মাহমুদ এলিম, আজিজুল হক, সাবেক জিএস নুরুজ্জামান রানা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন, নাগরপুর উপজেলা ওলামা দলের সভাপতি আবু বকর ছিদ্দিক, তাঁতি দলের সভাপতি ও সম্পাদক গয়হাটা ইউনিয়ন যুবদলের আহবায়ক সোহেল খান, গয়হাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল, যুবদল নেতা, শামছুল, ইমন প্রমুখ।