রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় ও এসকেএস ফাউন্ডেশনের কমিনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) প্রকল্পের আয়োজনে চলছে কারাতে প্রশিক্ষণ।
‘‘আত্মরক্ষায় রুখে দাঁড়াতে শেখো কারাতে ” এই স্লোগানকে সামনে রেখে ২০ জন কিশোরী শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছে। প্রশিক্ষক আব্দুল বাতেন বাবেল ও এনামুল হক (ইকো জোন, রংপুর) তাদের আত্মরক্ষার নানা কৌশল শেখাচ্ছেন। শিক্ষার্থীরাও সেই কৌশল রপ্তের চেষ্টা করছে।
প্রশিক্ষণার্থী সুলতানা আক্তার বলেন, ‘স্কুলে যাওয়া-আসার সময় নানা ধরনের সমস্যায় পড়তে হয়। এখানে কারাতে প্রশিক্ষণ নিতে পেরে অনেক ভালো লাগছে। এখান থেকে নিজের আত্মরক্ষার জন্য নানা কৌশল শিখতে পারছি। স্কুলে চলার পথে কোনো বাধা এলে নিজেই সামলে নিতে পারব।’
অভিভাবক কলি বেগম বলেন, ‘রাস্তায় মেয়েরা একা পথ চলা অনেকটা অনিরাপদ। তাই মেয়েদের সুরক্ষার জন্য এই কারাতে প্রশিক্ষণে নিয়ে এসেছি। মনে হচ্ছে এখন নিজেই একা পথ চলতে পারবে। আমার মতে প্রতিটি মেয়েকে সাহসী করে গড়ে তুলতে কারাতে সহ অন্যান্য কৌশল শেখা উচিত।’
এসকেএস (ক্রিয়া পকল্প) এর প্রকল্প সমন্বয়কারী লাভলী খাতুন বলেন, কিশোরীদের আত্মরক্ষার কৌশল শেখাতে ও তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে ফুলছড়ি ও ফজলুপুর ইউনিয়নে কিশোর-কিশোরী ও যুবক-যুবতী দলের সদস্য ও উপজেলার ফুলছড়ি ও ফজলুপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাছাই করে ২০ জন কিশোরী শিক্ষার্থী নিয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। ২০ জন কিশোরী শিক্ষার্থীকে ২০ দিন (১০ নভেম্বর-৩০ নভেম্বর) কারাতে প্রশিক্ষণ দেওয়া হয় এবং তাদের সার্টিফিকেট প্রদান করা হয়।
ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার জগৎ বন্ধু মন্ডল বলেন, প্রান্তিক পর্যায়ে এ ধরনের কারাতে প্রশিক্ষণ নিয়ে কিশোর-কিশোরীদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটবে। কমে আসবে বাল্যবিয়ের হার। চলার পথে বাড়বে মানসিক সাহস। বিনা ফিতে শেখানো হচ্ছে সাধারণ কিছু কৌশল। যা মানসিকভাবে সাহসী করে তুলবে প্রশিক্ষণে অংশ নেওয়া কিশোর-কিশোরীদের। তিনি আরও বলেন, ‘কিশোর-কিশোরীরা যেন নিরাপত্তাহীনতায় না ভোগে, ইভটিজিংসহ নানা পারিবারিক সহিংসতা রোধ করতে পারে। তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে কারাতে প্রশিক্ষণ ভূমিকা রাখবে। সেই লক্ষ্যে কাজ করছে প্রকল্পটি।’