কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
আন্তর্জাতিক সেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ, মৌলভীবাজার সিডিপি’র উদ্যোগে কমলগঞ্জ উপজেলার আদমপুরে বন্যা পরবর্তী পূণর্বাসনের জন্য ২০৮ পরিবারের মাঝে ৫টি করে হাঁস ও অতিদরিদ্র ৫০ পরিবারের মাঝে ৫০টি ব্ল্যক ব্যাঙ্গল ছাগল বিতরণ করেন। রোববার (১ ডিসেম্বর) দুপুরে গুড নেইবারস্ বাংলাদেশ, মৌলভীবাজার সিডিপি’র আদমপুর ইউনিয়নের নয়াপত্তনস্থ অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব হাঁস ও ছাগল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রমা পদ দে,আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম, এ, ওয়াহিদ রুলু, ইউপি সদস্য রওশন আলী, প্রকল্প ব্যবস্থাপক বিপুল রেমাসহ আরো অনেকে।
উল্লেখ্য, ২০২৪ সালের বন্যায় কমলগঞ্জ উপজেলায় অনেক ক্ষতিগ্রস্থ হয়। তারই পূণর্বাসনের জন্য আন্তর্জাতিক সেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি এই উদ্যোগ গ্রহণ করে তাদের ক্ষয়ক্ষতি থেকে ঘুরে দাড়ানোর জন্য।