দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

কে. এম. সাখাওয়াত হোসেন: “ছাত্রলীগকে এমনভাবে বানানো হয়েছিল যার কাজ হচ্ছে দখল ও টেন্ডারাজি করা, চাঁদা তোলা, কমিশন খাওয়া এবং সরকারের আধিপত্য ঠিকিয়ে থাকবে সেটার জন্য লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করা।”

বুধবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে নেত্রকোনার রাজুর বাজারস্থ শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের (শেহাবি) অস্থায়ী ক্যাম্পাসে ‘কেমন বিশ্ববিদ্যালয় চাই?’ শিরোনামে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে আলোচনা সভায় প্রতিথযশা অর্থনীতিবিদ ও বিশিষ্ট সমাজ বিশ্লেষক অধ্যাপক আনু মুহাম্মদ মুখ্য আলোচক হিসেবে এসব কথা বলেন।

‘কেমন বিশ্ববিদ্যালয় চাই?’ আলোচনায় তিনি আরও বলেন, “গত দেড় দশকের বেশি সময় রাষ্ট্র বিশ্ববিদ্যালয়কে ভয়ঙ্কর একটি দলীয় প্রতিষ্ঠান হিসেবে পান্ডা বাহিনী তৈরি করেছিল। তা-না হলে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যে অবস্থা তৈরি করা হয়েছিল, যা হত্যাচারের কারখানায় হিসেবে পরিণত এবং হলগুলো নির্যাতন কেন্দ্রিক হয়েছিল। একজন ছাত্রকে প্রথমবর্ষে আসার পর থেকে নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। বাধ্যবাধকতার মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে সংগঠনের কার্যক্রম করতে হয়েছে। এটা কোন বিশ্ববিদ্যালয়ের চিত্র হতে পারে না। এমন ধরনের বিশ্ববিদ্যালয় চাই না।”

‘কেমন বিশ্ববিদ্যালয় চাই?’ শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা

শেহাবি’র বাংলা বিভাগের শিক্ষার্থী আনোয়ার হোসেন ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী জেবুন্নাহার বর্ণ এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন শেহাবির উপচার্য অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট অর্থনীতিবিদ মো. নুরুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নীলোর্মি, বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ও জলবায়ু বিশেষজ্ঞ ড. আহসান উদ্দিন আহমেদ, শেহাবি’র কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনিছা পারভীন।

এরআগে স্বাগত বক্তব্য রাখেন, শেহাবির অর্থনীতি বিভাগের প্রভাষক শিহাব উদ্দিন সুমন ও শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন সিএসই বিভাগের ছাত্র মো. রাজীব মিয়া প্রমূখ।

এ আলোচনা সভায় শেহাবি’র বিভিন্ন বিভাগ ও শিক্ষার্ষের প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থী, গণ্যমান্যবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version