নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও’র কনফারেন্স রুমে এ স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসিমা নাহাতের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম, চিকিৎসক সুমন পাল, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, শহীদ আহাদুনের চাচা আবুল হোসেন, আহত জহিরুল ইসলাম মামুন, শিক্ষার্থী মারজিয়া আক্তার আঁখি প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত পরিবারদের সদস্য, নিহতদের পরিবারের সদস্য ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।