তানভীর আহমেদ :: সুনামগঞ্জ::
সুনামগঞ্জ পৌরশহরের বিভিন্ন সড়কের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ নিয়াজ শিশির। অভিযানে পৌর শহরের বিভিন্ন সড়কের দুইপাশের ফুটপাতের উপর নির্মিত ফল ও সবজি ব্যবসায়ীদের অস্থায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এসময় প্রশাসনের নির্দেশনা না মানায় কয়েকটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়। উচ্ছেদ অভিযানে পুলিশ ও সেনাবাহিনীসহ জেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
এর আগে, গত ১১ সেপ্টেম্বর সুনামগঞ্জ পৌরসভার ওয়েজখালী হতে ট্রাাফিক পয়েন্টসহ বিভিন্ন পয়েন্টে দখলকৃত ফুটপাতে গড়ে উঠা অবৈধস্থাপনা দখলমুক্ত করতে যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও পৌরসভা। এসময় সড়কের দুইপাশের বেশ কিছু অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।
উল্লেখ্য, শহরের ট্রাফিক পয়েন্ট, কালীবাড়ি পয়েন্ট, পুরাতন বাসস্ট্যান্ড, কোর্ট পয়েন্ট, মল্লিকপুর, ওয়েজখালি পয়েন্ট, ষোলঘর, উকিলপাড়া পয়েন্ট, নবীনগর, কাজির পয়েন্ট, হাসপাতাল পয়েন্ট, নতুন হাছননগর পয়েন্ট, সদর থানার সামনে প্রভৃতি এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় শহরে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে।