দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক:

৫ আগষ্টের পট পরিবর্তনের সুযোগ নিয়ে এবং পুলিশের সামর্থহীনতার কারনে সিলেটের জুয়ার বোর্ডের ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। আইন শৃংখলা বাহিনীসহ কাউকেই তারা তোয়াক্কা করছেনা।

সিলেট নগরের বানিজ্যিক এলাকা কালীঘাটের কারখানাঘাটে কিছুতেই থামছে না ইন্টারনেট ভিত্তিক ভারতীয় শিলং তীর জুয়া ও ঝান্ডু-মান্ডু খেলা। স্থানীয় প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালিয়ে এক দু’জনকে আটক করে জেলহাজতে পাঠালেও তারা জামিনে বের হয়ে আবার এ খেলায় বেপরোয়া হয়ে উঠছে। টোকনের মাধ্যমে তীর খেলা আর পাশাপাশি বসে ঝান্ডু-মান্ডু জুয়ার আসর। এই জুয়ার বোর্ড বসিয়ে দিনমজুর থেকে অনেকে হয়ে উঠেছেন কোটিপতি।
জানা গেছে, নগরের কালীঘাট কারখানাঘাটে প্রতিদিন দিন ও রাত চলে জুয়ার জমজমাট আসর। এ বোর্ডের মালিক তাতিলীগ নেতা সাইফুল,তার সিন্ডিকেটে রয়েছে, দিপু, মাসুদ, কামাল,জনি, জামান মিয়ার ভাই সাহেদ মতিন, এনাম, দিলিপ মিয়া সহ যুবলীগ ছাত্রলীগের সহ আরও অনেকে।

কালীঘাট কারখানা ঘাটে গেলেই চোখে পড়বে টেবিলে টেবিলে আছে কাগজের কিছু টুকরো। গ্রাহকরা আসছেন সারি বেঁধে। চেয়ারে বসা যুবকরা তাদেরকে ১০/২০/৫০/৩০০ টাকার বিনিময়ে একটি টোকেন দিচ্ছেন। কেউবা নিচ্ছেন কয়েকটি। এমনকি কেউ কেউ একসাথে ২০টি টোকেনও নিচ্ছেন। এ যেন কোনো যানবাহনের অথবা চিকিৎসকের টিকিট কাউন্টার। কিন্তু আসলে এই টোকেন হচ্ছে শিলং তির খেলার। একই জায়গায় বসে ঝান্ডু-মান্ডু জুয়া আসর। দল বেধেঁ জুয়াড়িরা ঝান্ডু-মান্ডুর খেলেন। এই জুয়ার বোর্ডের নেতৃত্ব দেন ১৪ নং ওয়ার্ড আওয়ামি লীগের সহ-সভাপতি মজলাই মিয়ার ছেলে সমসু ও তার ভাই পাপ্পু,। এদের মূল কাজই হচ্ছে জুয়ার বোর্ড বসানো। বেপরোয়াভাবে জুয়ারীদের মদদ দিচ্ছে এক প্রকার অসাদু পুলিশ, ও রাজনীতিবিদরা। তাদের ছত্রছায়ায় কিছুতেই বন্ধ হচ্ছেনা কালীঘাট কারখানা ঘাটের সাইফুল সিন্ডিকেটের এই জুয়ার বোর্ড।

এই সিন্ডিকেটের দেদার চলছে জুয়ার রমরমা ব্যবসা, প্রতিদিন লুটেপুটে খাচ্ছে লক্ষ লক্ষ টাকা। হতাশ কালীঘাটবাসী।

বিগত কয়েক বছর ধরে একটি সাইফুল চক্র সিন্ডিকেট করে কারখানা ঘাটে অস্থায়ী ঘর বানিয়ে জুয়ার আসর তৈরি করে কালীঘাট এলাকাকে কলুষিত করছে।তাছাড়া নগরীতে এই সাইফুলের একাধিক জুয়ার বোর্ড রয়েছে।

অভিযোগ রয়েছে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও কোতোয়ালি থানাধীন বন্দরবাজার পুলিশ ফাড়ির লোকমান ও বন্ধর বাজার পুলিশ ফাড়ির আইসি ও অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করেই চলে এসব অপরাধ। লোকমান তিনি থানা ও ফাড়ি পুলিশের লাইনম্যান হয়ে নিজেই জুয়ার বোর্ডের বখরা আদায় করেন। তাই অপরাধী চক্রের অপরাধ দেখেও নীরব ভ‚মিকা পালন করছেন কর্তৃপক্ষ ।

জুয়াড়ি চক্র প্রকাশ্যে দিবালোকে এইসব স্পটে দুপুর ২ ঘটিকা থেকে মধ্যেরাত পর্যন্ত শীলং তীর, জান্ডু-মুন্ডু, নামক বোর্ড বসিয়ে রমরমা জুয়ার ব্যবসা চালানোর কারণে জুয়ায় আসক্ত নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উৎসাহিত হচ্ছে। এসব কারণে একদিকে যেমন বাড়ছে সামাজিক বিশৃঙ্খলা, অন্যদিকে বাড়ছে পারিবারিক বিবাদ-কলহ, চুরি, ছিনতাইসহ নানা অপরাধ কর্মকান্ড।

ক্তভোগীরা বলেন, রক্ষক যখন ভক্ষক হয় তখন কিছু করার থাকে না। খোদ প্রশাসনই জুয়া বন্ধ করতে পারছে না। গরিব মানুষগুলো ফকির হয়ে যাচ্ছে আর জুয়ার বোর্ড মালিকরা প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।

এসব জুয়ায় নগরীর টোকাই, ভিক্ষুক, নিন্ম এবং মধ্যবিত্ত শ্রেণির ঠেলাচালক, ভ্যানচালক, রিকশাচালক, সিএনজি চালক, বাসচালক, মাইক্রোবাস চালক, ট্রাকচালক, পিকআপ চালক, হেলপার, স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র, বেকার যুবক, বিভিন্ন কলোনির বিধবা মহিলা, কাজের বুয়া এবং তাদের সন্তানরা রাতারাতি বড়লোক হওয়ার লোভে এসব জুয়ার আসরে সারাদিনের ইনকাম বিনিয়োগ করে দিনশেষে প্রতারিত হয়ে খালি হাতে বাসায় ফেরছেন।
এব্যাপারে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ এর মুঠোফনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এখনই ব্যবস্থা নিচ্ছি।

এ ব্যপারে অভিযুক্ত বখরা আদায়কারী লোকমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি এসব বিষয়ে কিছু জানিনা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version