দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

পাথরঘাটা (প্রতিনিধি)বরগুনা :- বরগুনার পাথরঘাটায় সিসিডিবি’র মাধ্যমে পরিচালিত জলবায়ু সহনশীল কমিউনিটি গঠনের লক্ষ্যে কাজ করা স্থানীয় সংগঠন রুহিতা সিসিআরসির আগামী ২ বছরের জন্য কমিটি পুনর্গঠন করা হয়েছে।  মঙ্গলবার (১৯ নভেম্বর) রুহিতা আবগ্রেড সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রুহিতা সিসিআরসির কমিটি পূনর্গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫ টি পদের মধ্যে ২টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পদ নির্বাচিত হলেও ৩টি পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গ্রহণ শেষে বাদল খাঁ সভাপতি, মোঃ শহিদুল হক সহ-সভাপতি এবং ফজিলা বেগম প্রচার সম্পাদক নির্বাচিত হন। কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ কিবরিয়া হোসেন সাধারন সম্পাদক এবং হামিদা বেগম কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

নির্বাচন উপলক্ষে সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ ছগির হোসেন। এছাড়া, সিসিআরসি উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে উক্ত নির্বাচন পর্যবেক্ষণ করেন। নির্বাচন কার্যক্রম পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন মোঃ সরোয়ার হোসেন, প্রধান শিক্ষক- রুহিতা সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং মনোজ কান্তি- প্রধান শিক্ষক, রুহিতা মাধ্যমিক বিদ্যালয়।

নির্বাচন শেষে উপস্থিত ব্যক্তিরা বলেন,  সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তারা নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের শুভেচ্ছা ও  অভিনন্দন জানান।

নবনির্বাচিত সদস্যরা বলেন, রুহিতার সিসিআরসির  কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আমরা কাজ করে যাব । এছাড়া সিসিআরসির স্থায়ীত্বশীলতা নিশ্চিতকরনের লক্ষ্যে সাংগঠনিক সকল দিক নির্দেশনা মেনে চলা সহ স্থানীয় জনগোষ্ঠীর সঞ্চয় মনোভাব, জলবায়ু পরিবর্তনে সমস্যা চিহ্নিতকরনসহ  জনসচেতনতা বৃদ্ধিতে আগামী দুই বছর কাজ করে যাবো আমরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version