দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

রিয়াদ, ইবি প্রতিনিধি-

জুলাই বিপ্লবে শহিদদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উন্মুক্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছেন রোট্যার‍্যাক্ট ক্লাব। রোববার (১৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

‘জুলাই বিপ্লব ও সাম্প্রতিক বিষয়সমূহ’-এর উপরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক হোসেন প্রথম, হিসাববিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মনসুর দ্বিতীয় ও আইন বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসাইন তৃতীয় হয়েছেন। পরে বিজয়ী প্রথম তিন জনকে আকর্ষণীয় পুরষ্কারসহ ও অংশগ্রহণকারী সবাইকে শান্তনা পুরষ্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি দিদারুল ইসলাম রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন সংগঠনটির আইপিপি মনজুরুল ইসলাম নাহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট এবং সংগঠনটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য সদস্যরা।

সংগঠনটির সভাপতি দিদারুল ইসলাম রাসেল বলেন, বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় নিয়ে নিজের জীবনকে দেশের জন্য বিলিয়ে দিয়েছে তাদের আত্মার স্মরণে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। জুলাই আগস্ট বিপ্লবের স্পিরিট নিয়ে সামনে সব ফ্যাসিবাদের দোসরদের সব ষড়যন্ত্র আমরা রুখে দিতে চাই। কুইজের মাধ্যমে শহিদদের জানার পাশাপাশি তাদের দেখানো পথ অনুসরণ করে সোনার বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা পেতে চাই।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেন, যাদের ত্যাগ ও জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশে ইবির সবুজ চত্বরে এমন আয়োজন করতে পেরেছি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তারা দেখেছে, তাদের সেই উত্তরাধিকারী আমরা। তাদের রেখে যাওয়া কাজ ও দেখানো পথ অনুযায়ী আমরা যেন চলতে পারি সে ব্যাপারে আমরা অবশ্যই দৃঢ় প্রতিজ্ঞ থাকবো। জুলাই বিপ্লবের চেতনা যাতে অব্যাহত থাকে, জুলাই বিপ্লবের স্পিরিট নিয়ে যেনো বাকি জীবন পরিচালনা করতে পারি। আবার কোন ফ্যাসিবাদী শক্তি আমাদের উপর চেপে না বসে সেই দিকে সজাগ থাকতে হবে। সর্বোপরি নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যার যার জায়গা থেকে আমরা যথাযথ অবদান রাখার চেষ্টা করবো।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version