দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

আল নোমান শান্ত,
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি –

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় রোগাক্রান্ত বন্যার্ত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার প্রত্যন্ত এলাকার গাঁওকান্দিয়া ইউনিয়নে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চিকিৎসা সেবায় এই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এই ক্যাম্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

এসময় রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে অর্থোপেডিক্স, মেডিসিন,গাইনি,শিশু,চক্ষু বিশেষজ্ঞ সহ প্রায় ২৯ প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন।
তাদের প্রত্যেককে বিনামূল্য ঔষধ সরবরাহ করা হয়। স্বাস্থ্য সেবা নিতে সকাল থেকেই ভাদুয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভিড় করতে থাকেন সেবাগ্রহীতারা। বিভিন্ন সমস্যা নিয়ে প্রায় ১৭শ রোগী রেজিস্ট্রেশন করেন।

কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন,মা-মাটির মানুষের রাজনীতি করে বিএনপি। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাহেবের নির্দেশে আমরা শুধু এই দুর্গাপুর নই সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা মানবতার কল্যানে বিভিন্ন কাজ করে আসছি। আজকের এই আয়োজন গত কিছুদিন আগে এই অঞ্চলে বন্যা হয়েছিল সে বন্যার ক্ষতিগ্রস্ত হওয়ার পরে অনেক মানুষ নানান রোগে আক্রান্ত হয়েছেন। সেজন্যই আমরা ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ময়মনসিংহের সহযোগিতায় আজকে প্রায় ২৯ জনের একটা মেডিক্যাল টিম এখানে এসেছেন।

তিনি আরও বলেন,আমাদের উদ্দেশ্যটাই এবং জনাব তারেক রহমান সাহেবের রাজনীতি হচ্ছে মানুষের সেবাটা দোরগোড় পৌঁছে দেওয়া তারই অংশ হিসেবে আজকে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন হয়েছে।

এই সময় অন্যদের মাঝে,জেলা বিএনপি‘র সাবেক সহ:সভাপতি আলহাজ্ব ঈমাম হাসান আবুচান, উপজেলা বিএনপি‘র আহবায়ক জহিরুল আলম ভুইয়া,যুগ্ন-আহবায়ক জামাল উদ্দিন মাস্টার,সদস্য সচিব আবদুল আওয়াল,পৌর বিএনপি আহবায়ক ফরিদ আলী,সদস্য সচিব হারেছ গনি,উপজেলা যুবদলের আহ্বায়ক মাজারুল ইসলাম রিপন,পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্ক,সদস্য সচিব সম্রাট গনি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,গত অক্টোবরে আকস্মিক বন্যায় দুর্গাপুর উপজেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় গাঁওকান্দিয়া ইউনিয়ন। যোগাযোগ ব্যবস্থা অনুন্নত থাকায় সেবা নিতে যেতে না পারাদের জন্য এমন আয়োজনে খুশি স্থানীয়রা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version