আরিফুল ইসলাম রনক, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ‘অমরেন্দ্রনাথ সাহার বিরুদ্ধে দূর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়ার পরও কোন ব্যবস্থা গ্রহণ না করায় সংবাদ সম্মেলন করেছেন বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি ও অভিভাবক কাজী মো: আবুল কালাম আজাদ।
শনিবার (১৬ নভেম্বর) বেলা ১১ টায় নওগাঁ জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাজী মো: আঃ কাঃ আজাদ বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় দূর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে সংবাদ প্রকাশিত হয়েছে।
সংবাদ প্রকাশিত হবার পর তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে গত ২৩ সেপ্টেম্বর উপজেলা সমাজসেবা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়। তদন্ত রিপোর্টে এর পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ১০ কার্য দিবসের মধ্যে অভিযুক্ত প্রধান শিক্ষককে কারন দর্শানোর নোটিশ প্রদান করেন। নোটিশ পূর্বক জবাবদিহীতার পর উক্ত প্রধান শিক্ষক এর উপর সংশ্লিষ্টরা কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই।
প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের লাইব্রেরিয়ানকে বিশেষ সুবিধা প্রদানের নামে প্রায় ৫ লক্ষ টাকা ঘুষ নেওয়া। স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের কম টাকা দেওয়াসহ বিভিন্ন অভিযোগের তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পরও সঠিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।যার কারনে স্কুলে এমন দুর্নীতিবাজ প্রধান শিক্ষক থাকলে শিক্ষা কাঠামো ভেঙে পড়বে। তাকে স্কুল থেকে অপসারণ করে স্কুলের শিক্ষার পরিবেশ ঠিক করার দাবী জানান আবুল কালাম আজাদ।
এ বিষয়ে বিদ্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কামাল হোসেনের সাথে মুঠোফোনে কোন ভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি।