দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর জেলার দুঃখ হিসাবে খ্যাত ভবদহ এলাকার অভয়নগর উপজেলার পায়রা, সুন্দলী ও চলিশিয়া ইউনিয়নের পানি বন্দি মানুষের স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অভয়নগরের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার ( ১৪ই নভেম্বর) সকাল দশটায় উপজেলার কালিশাকুল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সুন্দলী ইউনিয়ন পরিষদে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় ।

মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন যশোর জেলার সিভিল সার্জন ডা:মাহমুদুল হাসান ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো:মিজানুর রহমান ও যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মো:রেহেনেওয়াজ।

মেডিকেল টিম প্রধান হিসেবে স্বাস্থ্য সেবা প্রদান করেন ডা: খোন্দকার মামুন অর রশিদ ও ডা: মরিয়ম মুনমুন ।প্রতিটি ক্যাম্পে একজন করে চিকিৎসকসহ ,২জন সিনিয়র স্টাফ নার্স,১ জন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ,স্বাস্থ্য পরিদর্শক,সহকারী স্বাস্থ্য পরি দর্শকও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার কাজ করেন। সিভিল সার্জন যশোর ডা: মাহমুদুল হাসান নিজেই রুগী দেখে মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন।

সিভিল সার্জন বলেন, পানিবন্দি মানুষ সাধারণ জীবন যাপনে না ফেরা পর্যন্ত এই ক্যাম্পের কার্যক্রম চলমান থাকবে । সম্প্রতি অতি ও ভারী বর্ষণে অভয়নগর উপজেলার ৩ টি ইউনিয়নের অধিকাংশ ওয়ার্ড এর মানুষ পানিবন্দি জীবন যাপন করেন ।মোট আঠারটি আশ্রয় কেন্দ্রের ১১টি আশ্রয় কেন্দ্রে প্রায় ১০০০ মানুষ বসবাস করেন ।তাদের স্বাস্থ্য সুরক্ষায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য প্রশাসন প্রথম থেকেই চিকিৎসা সেবাসহ প্রয়োজনীয় ঔষধ সরবরাহ,রুটিন ইপিআই টিকা,এইচপিভি টিকা ও স্বাস্থ্য শিক্ষা প্রদান করছে । মেডিকেল ক্যাম্পে পানিবন্দি মানুষের পানি বাহিত রোগ টাইফয়েড জ্বর,চুলকানী ,পাচড়া,ডায়রিয়াসহ অন্যান্য রোগের মোট ১৬ প্রকার ওষুধ ফ্রী প্রদান করা হয় ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version