দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মোঃনাজমুল হাসান।
তালতলী,বরগুনা প্রতিনিধিঃ

বরগুনা ও তালতলীতে জলবায়ু ন্যায্যতার দাবিতে বৈশ্বিক প্রতিবাদ কর্মসূচি উপলক্ষে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে জলবায়ু তহবিলে অর্থ প্রদান, যুদ্ধ ও গণহত্যা বন্ধ এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবি জানানো হয়। শুক্রবার সকাল সাড়ে ১০টায় বরগুনা প্রেসক্লাব চত্বর থেকে সাইকেল র‍্যালি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নৌবন্দরে সমাপ্তি হয়।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপারস বাংলাদেশ বরগুনা শাখা এবং বরগুনা সাইকেলিং কমিউনিটি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। একই সাথে তালতলী সাইক্লিং ক্লাব ও ধরা’র আয়োজনে তালতলী মডেল স্কুল থেকে সাইকেল র‍্যালি শুরু হয়ে সওদাগর পাড়া কৃষি গ্রামে গিয়ে শেষ হয়।

বরগুনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাবের বরগুনা শাখার সমন্বয়ক সাংবাদিক হাসানুর রহমান ঝন্টু, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) বরগুনা শাখার সদস্য সচিব মুশফিক আরিফ, ধরা’র সদস্য মোস্তাক আহমেদ, মনোয়ার হোসেন, বরগুনার সাইক্লিং কমিউনিটির এডমিন এহসান আহমাদ নোমান, মডারেটর আবিদ হাসান, সাগর পাড়ি খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার নয়ন, যুব বাপা’র সমন্বয়ক মোঃ অলিউল্লাহ আল আমিন, ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সভাপতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাজন প্রমূখ।

তালতলীতে কর্মসূচির উদ্বোধন করেন তালতলী মডেল স্কুলের প্রধান শিক্ষক পরমল চন্দ্র। উপস্থিত ছিলেন ধরা’র তালতলী শাখার সমন্বয়ক আরিফুর রহমান, পরিবেশ কর্মী মিলন আহমেদ, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, সাইক্লিং ক্লাবের সমন্বয়ক জসীম উদ্দিন প্রমুখ। সওদাগর পাড়া কৃষি গ্রামের সমন্বয়ক শাহাদাত মাতুব্বর কর্মসূচীর সমাপ্তি ঘোষনা করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version