রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়িতে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে আইনগত সহায়তা প্রদান কর্মসূচির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‘”বিনা খরচে নিন আইনী সহায়তা বাংলাদেশ সরকার দিচ্ছে এই নিশ্চয়তা” এই প্রতিপাদ্যকে ধারণ করে প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলামের পৃষ্টপোষকতায় প্রশিকার আইনী সহায়তা কর্মসূচির আওতায় মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার গুণভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে স্থানীয় জনগণের অংশগ্রহণে এ মতবিনিময় সভা।
প্রশিকা গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহন এর সভাপতিত্বে কালিরবাজার শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, গুণভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতলুবর রহমান।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, প্রশিকা আইনী সহায়তা কর্মসূচি পরিচালক এ্যাড. আনিছুর রহমান কাজল ও সহযোগী আলোচক উক্ত কর্মসূচির সমন্বয়ক শাহানাজ পারভীন।
আরও বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, কালিরবাজার শাখার আনোয়ার হোসেন, শাহীন মিয়া, ইমরান হোসেন, রাবেয়া খাতুন, রাজু মিয়া ও আইনুল হক প্রমুখ।
বক্তারা বলেন, সরকারী খরচে ও সহজে আইনী সহায়তা পাওয়ার বিষয়ে মানুষকে অবহিত করার জন্য প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র সমগ্র বাংলাদেশে এ কার্যক্রম টি পরিচালনা করে আসছে ।
সভায় উপস্থিত লোকজন বলেন, বিষয়টি আমরা অবগত ছিলাম না, এখন জানলাম এবং অন্যদেরও জানাবো । অনেক অস্বচ্ছল লোক আছে যারা টাকার অভাবে তাদের আইনগত ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, যেহেতু সরকার এই সুবিধাটা দিচ্ছে তাই আমরা এই সুবিধাটা গ্রহণ করবো।