দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিভিন্ন ক্রিড়া প্রশিক্ষণ কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন আত্মরক্ষার প্রশিক্ষণকেন্দ্র রয়েছে। এছাড়াও বিভিন্ন এনজিওর মাধ্যমেও আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়। উপজেলার এসব আত্মরক্ষার প্রশিক্ষণকেন্দ্রগুলোতে দেখা যায়, ছেলেদের পাশাপাশি মেয়েদেও সমানতালে উপস্থিতি রয়েছে। ছেলে-মেয়ে একই ড্রেস পড়ে তারা প্রশিক্ষণ নিচ্ছেন। বিভিন্ন এনজিও সংস্থার প্রকল্পের মাধ্যমেও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও কিশোরীদের সেল্ফ ডিফেন্সের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নিজেদেরকে আত্মনির্ভরশীল করে তুলতে আত্মরক্ষার প্রশিক্ষণ নিচ্ছেন বলে জানিয়েছেন এসব প্রশিক্ষণ কেন্দ্রের নারী প্রশিক্ষণার্থীরা। শাওলিন কুংফু কুংফু এন্ড উশু একাডেমিহতে প্রশিক্ষণ নিতে আসা রাদিয়া নামের ৮ম শ্রেণীর এক শিক্ষার্থী জানান, আমি গত দুবছর ধরে প্রশিক্ষণ নিচ্ছি। মেয়ে হয়েও এসব প্রশিক্ষণ নেওয়ার ফলে প্রথম প্রথম আশেপাশের মানুষজন অনেক ধরণের মন্তব্য করতো তবে এসবে কান না দিয়ে আমার আম্মু আমাকে এখানে ভর্তি করিয়েছেন। কারণ ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আমাদের পরিবার আমাদের জন্য দুশ্চিন্তায় থাকে। স্কুলে আসা-যাওয়ার সময় রাস্তা-ঘাটে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা থেকে নিজেদের বাঁচাতে মূলত আত্মরক্ষার প্রশিক্ষণ নেওয়া। এসময় তিনি অন্যান্য নারীদেরও আত্মরক্ষার প্রশিক্ষণ নেওয়া জরুরি বলে মতামত জানান। শারমিন আক্তার নামের এক অভিভাবক জানান, প্রথম প্রথম ভয় হতো যে এসব প্রশিক্ষণ নিতে গিয়ে আমার মেয়ের হাত-পা আঘাতপ্রাপ্ত হয় কি-না। তবে এমন কোনো ঘটনা ঘটেনি। মেয়েকে কুংফুতে ভর্তি করানোর পর অনেকেই অনেক বাজে মন্তব্য করতো তবে আমার কাছে আমার মেয়ের নিরাপত্তাটায় আসল মনে হলো। এখানে বিভিন্ন ব্যায়াম করা হয় যা শারীরিক সুষ্ঠু গঠনে উপযোগী।

শাওলিন কুংফু এন্ড উন্ড একাডেমির প্রশিক্ষক মহসিন ফারভেজ বলেন, দুই হাজার সালের প্রথম দিকে আনোয়ারায় আত্মরক্ষার প্রশিক্ষণকেন্দ্রের যাত্রা শুরু হয়। দীর্ঘ সময় আমরা কোনো মেয়ে প্রশিক্ষণার্থী না পেলেও গত কয়েকবছর ধরে মেয়ে প্রশিক্ষণার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আনোয়ারার প্রতিটা ক্লাবেই মেয়ে প্রশিক্ষণার্থী রয়েছে। ধীরে ধীরে মেয়েরাও নিজেদের আত্মনির্ভরশীল করতে আত্মরক্ষার প্রশিক্ষণ নিতে আগ্রহী হচ্ছে। এখান থেকে প্রশিক্ষণার্থীর জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন টুর্ণামেন্টেও অংশ গ্রহণ করানো হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version