দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

জবি প্রতিনিধি,

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এ ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও সিটি কর্পোরেশন কর্তৃক কার্যকরী পদক্ষেপ গ্রহণ’র দাবিতে মানববন্ধন আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের মানবাধিকার সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি।

আজ (বৃহস্পতিবার) দুপুর ২টায়, বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্ত্বরে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন। এতে হিউম্যান রাইটস সোসাইটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সাম্প্রতিক ডেঙ্গু আতঙ্ক কমাতে জনসচেতনতা বৃদ্ধি এবং সিটি কর্পোরেশনের কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য দাবি জানানো হয়।

হিউম্যান রাইটস সোসাইটির সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ বলেন, “ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন মানুষ আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে। আমাদের অসচেতনতা এবং স্থানীয় সরকারের অবহেলা এর জন্য দায়ী। সরকারি হটলাইন সেবা থেকে নিয়মিত সুবিধা পেতে হবে এবং প্রয়োজন হলে সিটি কর্পোরেশনকে লোকবল বাড়াতে হবে। সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের বিনামূল্যে উন্নতমানের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এছাড়া, বিভিন্ন কমিউনিটি প্ল্যাটফর্মে সচেতনতা বৃদ্ধির জন্য ক্যাম্পেইন চালানো উচিত।”

সভাপতি মাসুদ রানা বলেন, “ডেঙ্গু মহামারি আকারে ছড়িয়ে যাচ্ছে। আমাদের সচেতন হতে হবে এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। সিটি কর্পোরেশন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে, এবং ব্যক্তিগতভাবে আমদের সবাইকে নিজেদের আশপাশ পরিষ্কার রাখতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গুর ভয়াবহতা কমানো সম্ভব।”

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version