দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে দলিল লিখক সমিতির কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক প্রস্তাবিত কমিটি অনুমোদন ও শপথ গ্রহন অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ২টার দিকে কমলগঞ্জ দলিল লিখক সমিতির আয়োজনে কমলগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের দলিল লিখকদের কার্যালয়ে কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক প্রস্তাবিত কমিটি অনুমোদন ও শপথ গ্রহন অনুষ্ঠান হয়।

কমলগঞ্জ দলিল লিখক সমিতির সহ-সভাপতি মুহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান মৌলভীবাজার জেলা দলিল লিখক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মীর মখলিছুর রহমান। নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সোয়েব আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মৌলভীবাজার জেলা দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক মো. মজনু মিয়া।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভানুগাছ বাজার পৌর বনিক কল্যাণ সমিতি সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, মাধবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পুষ্প কুমার কানু, ভানুগাছ বাজার পৌর বনিক কল্যাণ সমিতির সহ-সভাপতি মো. মামুনুর রশিদ মামুন, কমলগঞ্জ দলিল লিখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. ইজ্জাদুর রহমান সাজ্জাদ,ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইয়াকুব আলী সিরাজি শহীদ,কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ দলিল লিখক সমিতি নব নির্বাচিত সভাপতি মো. ফজলু মিয়া ও সাধারণ সম্পাদক মো. ইজ্জাদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরন করা হয়,পরে বিভিন্ন সময়ে নিহত দলিল লিখকগণের স্মরণে ও জুলাই-আগস্টে নিহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।  কমলগঞ্জ দলিল লিখক সমিতির সভাপতি মো.ফজলু মিয়া ও  মো.ইজ্জাদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়। অনুষ্ঠানে দলিল লিখক সমিতির সদস্য, সাংবাদিক ও দলিল লিখকদের সহকারীগণ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version