দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবি সহ ৩ দফা দাবিতে আগামীকাল ছাত্র-শিক্ষক সমাবেশের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। আজ বুধবার ৩ দফা আন্দোলনের মুখপাত্র তৌসিব মাহমুদ সোহান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

মুখপাত্র তৌসিব মাহমুদ বলেন, সেকেন্ড ক্যাম্পাস সম্পর্কিত আমাদের যে দাবি সেটা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা,কর্মচারীরও দাবি।এই জন্য আমরা চেয়েছি শিক্ষার্থীদের পাশে শিক্ষকরাও দাড়ান এই দাবিতে। সেই উদ্দ্যেশ্যেই আগামীকালের প্রোগ্রাম। আমাদের ডাকে সাড়া দিয়ে ইতোমধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টের কয়েকজন শিক্ষক আগামীকালের প্রোগ্রামে থাকার জন্য সম্মতি জানিয়েছেন।

ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. নাসির উদ্দিন আহমদ বলেন, শিক্ষক-ছাত্র-প্রশাসন তো আলাদা না আমাদেরই প্রশাসন। সবাই মিলে একে অপরকে সাহায্য করতে হবে। আশা করি কালকের প্রোগ্রামে আমি থাকতে পারবো।

এর আগে গত সোমবার দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে তাঁতিবাজার মোড় অবরোধ ও গতকাল একই দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছিলো বিশ্ববিদ্যালটির আন্দোলনরত শিক্ষার্থীরা৷

শিক্ষার্থীদের তিনটি দাবি হলো- স্বৈরাচারের সময়ে নিয়োগপ্রাপ্ত দূর্নীতিবাজ প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনতে হবে এবং ৭ দিনের মধ্যে প্রজেক্ট ডিরেক্টর হিসাবে সেনাবাহিনীর দক্ষ অফিসার নিয়োগ করতে হবে, শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা আসতে হবে যে সেনাবাহিনীর হাতে ২য় ক্যাম্পাসের কাজ হস্তান্তর করা হয়েছে এবং হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সুস্পষ্ট রূপরেখা দিতে হবে (অগ্রাধিকার ভিত্তিতে হল ), অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা নিতে হবে এবং পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার আমলে করা সকল অনৈতিক চুক্তি বাতিল করতে হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version