মশিউর রহমান , জামালুরঃ-
জামালপুরের সরিষাবাড়ীতে ১৭ নং চরপোগলদিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও সহকারি শিক্ষকদের বিরোদ্ধে সরকারি টাকা আত্বসাৎ শৃঙ্খলা ভঙ্গসহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন করেছে এলাকাবাসি।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে বিদ্যালয় মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, সাবেক প্রধান শিক্ষিকা ( ভারপ্রাপ্ত) মোছাঃ নাজমুন নাহার জুনিয়র শিক্ষক হলেও স্বামী বিদ্যালয় কমিটির সভাপতি থাকায় তিনিই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার দায়িত্তপান। দায়ীত্ব পালনের সময় বিদ্যালয়ের সকল বরাদ্ধ নামমাত্র কাজ দেখিয়ে শিক্ষা কর্মকর্তাদের যোগ সাজসে আত্বসাৎ করেছেন।
এছাড়াও বিদ্যালয়ে এসে অভিভাবক ও সহকর্মীদের সাথে অসদাচরণ করেন।
এতে বক্তব্য রাখেন, ইউনিয়ন সেচ্ছা সেবক দলের সভাপতি মোঃ লিটন তালুকদার, ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নূরুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক শাহানশা, ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ স্বাধীন, সেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গির আলম, অভিভাবক জমিলাপ্রমুখ।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ নাহিদা আক্তার
বলেন অনিয়ম দুর্নীতি ও অর্থ আত্বসাৎসহ যে কোন অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।