দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ-

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ডিবেটিং সোসাইটির ২০২৪-২৫ সালের ২৯ সদস্য বিশিষ্ট  কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতি পদে দুইজন সমান সংখ্যক ভোট পাওয়ায় প্রথমার্ধে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাজিদ রহমান শুভ এবং দ্বিতীয়ার্ধে  সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন স্থাপত্য বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সালমা আক্তার নওশীন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশিষ এডিসন মন্ডল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ ইমন হোসেন।

রবিবার (৩ নভেম্বর ) রাত ৯.০০ টায় ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও গত ৩১ অক্টোবর ডিবেটিং সোসাইটির কার্যালয়ে তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ডিবেটিং সোসাইটির মডারেটর আইন অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ডক্টর রাজিউর রহমান।

কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মইনুদ্দিন খান সিফাত (বিএমবি, ২০১৯-২০) নাইম ইবনে নাসির (কৃষি বিভাগ, ২০১৯-২০), যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আমানুল্লাহ ইসলাম নাঈম (আইন বিভাগ, ২০১৯-২০২০), উৎপল চন্দ্র সরকার (ইতিহাস বিভাগ, ২০২০-২০২১) নির্বাচিত হয়েছেন।দপ্তর সম্পাদক হিসেবে মো: হাবিব (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, ২০২০-২১) এবং সহ- দপ্তর সম্পাদক হিসেবে আশিকুর রহমান (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ২০২১-২২) নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ হিসেবে সিদরাতুল মুনতাহা অর্পিতা (এনিমেল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগ, ২০২০-২১), সহকারী কোষাধ্যক্ষ তাওহিদুল ইসলাম (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, ২০২১-২২) নির্বাচিত হয়েছেন। বিতর্ক এবং কর্মশালা বিষয়ক সম্পাদক হিসেবে মো নাজমুল হাসান সরকার (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ২০২০-২১), সহকারী বিতর্ক এবং কর্মশালা বিষয়ক সম্পাদক হিসেবে নাঈমা সুলতানা (পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, ২০২১-২২) নির্বাচিত হয়েছেন। প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদকঃ নুসরাত জাহান নিশু (আইন বিভাগ, ২০২০-২১), সহকারী প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদকঃ আজিজুর রহমান শান্ত (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ২০২১-২২)।ইভেন্ট সেক্রেটারী হিসেবে তাওহীদ আহমেদ (লোক প্রশাসন বিভাগ, ২০২১-২২),পাঠচক্র বিষয়ক সম্পাদকঃ সাদিয়া আফরিন (বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ২০২০-২০২১),ইংরেজি ডিবেট কো-অর্ডিনেটর হিসেবে রিত্তিক ভৌমিক (অর্থনীতি বিভাগ, ২০২১-২২),তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে শাদমান শাহাদ (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ২০২১-২২) নাম ঘোষণা করা হয়

 

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে মাইসুম মালিহা (স্থাপত্য বিভাগ, ২০২০-২১),মোছা: তৌফিকা আকতার (অর্থনীতি বিভাগ, ২০২১-২২)স্বাগত মন্ডল (ফার্মেসি বিভাগ, ২০২১-২২) রায়হানা আফরোজ (ইতিহাস বিভাগ, ২০২১-২২) আইদা বিনতে আশরাফ (কৃষি বিভাগ, ২০২১-২২) সাকিব হাসান প্রত্যয় (ইইই বিভাগ, ২০২১-২২) মোঃ মেহেদী হাসান (আইন বিভাগ, ২০২১-২২) রিজওয়ানা করিম (ইতিহাস বিভাগ, ২০২১-২২) ফারিহা নওরিন (মনোবিজ্ঞান বিভাগ, ২০২১-২২) নাম ঘোষণা করা হয়।

প্রথমার্ধের সভাপতি সাজিদ শলেন,” বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বের সুযোগ পেয়ে আমি অত্যন্ত গর্বিত। এই ক্লাব আমাদের সকলের প্রচেষ্টা, স্বপ্ন এবং ভালোবাসার প্রতিফলন। সাম্প্রতিক সময়ের কিছু চ্যালেঞ্জের পর, এখন আমাদের দায়িত্ব হলো নতুন উদ্যমে ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়া এবং নতুন মাইলফলক ছুঁয়ে ফেলা।”

দ্বিতীয়ার্ধের সভাপতি সালমা নওশিন বলেন,” গত চারবছরে অসংখ্য স্মৃতি আমার বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির সাথে। ক্যাম্পাস লাইফে পাওয়া সবচেয়ে বড় অর্জন বলে মনে করি ডিবেটিং সোসাইটিকে। বুদ্ধিবৃত্তিক চর্চা ও বিকাশে নিজের চিন্তার পরিধি বৃদ্ধির কেন্দ্রস্থল ছিলো ডিবেটিং সোসাইটি।ডিএস আমার কাছে আমার পরিবারের মতো এবং এই পরিবারের প্রতিটি সদস্য আমাকে সার্বিক সহযোগিতা ও ভালোবাসা দিয়েছে। তারা আমার প্রতি আস্থা রেখে যে আমাকে এই পদে নির্বাচিত করেছেন তার সর্বোচ্চ সম্মান আমি রাখার চেষ্টা করবো।

তিনি আরও বলেন, “অত্যন্ত পরিশ্রমী ও মেধাবী এই ডিএসের প্রতিটি সদস্যের সহযোগিতায় ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে ডিবেটিং সোসাইটির ইতিবাচক পরিবর্তন সম্ভব বলে আমি আশাবাদী।’যুক্তিই হোক শক্তি’ এই বিশ্বাসই হয়ে উঠুক মুক্তির সোপান। জয়তু বিতর্ক।”

প্রসঙ্গত, গঠনতন্ত্র অনুযায়ী আগামী সাত কার্যদিবসের মধ্যে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদে সদস্যদের নির্বাচিত করবেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version