মিয়া মোহাম্মদ ছিদ্দিক
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
“দক্ষ যুব গড়বে দেশ,বৈষম্যহীন বাংলাদেশ”এই শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে যুব দুবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে কটিয়াদী পৌর সদরে বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ অলিউল হকের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কটিয়াদী প্রেস ক্লাব আহবায়ক ও যুগান্তর প্রতিনিধি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাব্বি আহমেদ, সফল সংগঠন ডেভেলপমেন্ট ফর সোসাইটি ডিপিএস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম,সফল যুব মহিলা রিনা আক্তার,সফল উদ্যোক্তা মোঃ মুস্তফা মিয়া প্রমুখ।
এ সময় উপস্হিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হেলাল উদ্দিন।সভাপরিচালনা করেন অফিস সহকারী আরিফুল ইসলাম। আলোচনা শেষে যুব ও যুব মহিলা ৭ জনের মাঝে যুব ঋণের চেক ৩ লক্ষ ৮০ টাকা,৩টি ব্যাচের ৯০টি সনদপত্র বিতরন করেন।