দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

অবশেষে ৬ বছর পর ভায়ের কবল থেকে মুক্তি পেলেন অবরুদ্ধ অপর দুই ভায়ের ২টি পরিবার। মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশে অবৈধভাবে নির্মাণকৃত দেয়াল ভেঙ্গে উচ্ছেদের পর পরিবার দুটোর মুক্তি মেলে।

ঘটনাটি চাঁপাইনাববগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট  ইউনিয়নের বিশ্বনাথপুুর গ্রামের। এর আগে গত  ৬ বছর আগে বাবা আবুল কাশেমের মৃত্যুর পর  ছেলে  মেরাজুল ইসলাম মংলু  ও তার ভাই  মোজাম্মেল হকের বাড়ি থেকে বের হবার রাস্তা পাকা ওয়াল দিয়ে আটকে দেন তাদেরই আপন ভাই  মোহাম্মদ আলী জিন্নাহ। সে থেকেই দুই পরিবার মানবেতর জীবন-যাপন করছিলেন।

স্থানীয়রা জানায়, পিতার মৃত্যুর পর মোহাম্মদ আলী জিন্নাহ জমির ভাগ বাটোয়ারা নিয়ে প্রথমে আদালতের শরণাপন্ন হন এবং বসত বাড়ির সামনের অংশের দখল পান। এরপর তিনি তার বাড়ির পেছনে একটি পাকা দেয়াল নির্মান করে অপর দুই ভাই মেরাজুল ইসলাম  মংলু ও মোজাম্মেল হকের  বের হবার একমাত্র রাস্তাটি আটকে দেন।

প্রেক্ষিতে  তারা আদালতের শরণাপন্ন হলে আদালত মোজাম্মেল হকের পক্ষে রায় দেন। আদালতের রায় মোতাবেক মঙ্গলবার দুপুরে  অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধার করে মেরাজুল ইসলাম  মংলু ও মোজাম্মেল হকের বাড়ির সামনের নির্মাণকৃত ওয়াল ভেঙ্গে উচ্ছেদেও মাধ্যমে চলাচলের রাস্তা উন্মুক্ত করে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতের দায়িত্বপ্রাপ্ত  নায়েব নাজীর  নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতের আদেশ জারিকারক  রেজাউল করিম,  সার্ভে কমিশনার এডভোকেট আখতারুল ইসলাম ও শিবগঞ্জ থানা পুলিশের সদস্যরা ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version