আরিফুল ইসলাম রনক, নওগাঁ জেলা প্রতিনিধি:
হেফাজতে ইসলাম বাংলাদেশ নওগাঁ জেলার ১১ টি থানা প্রতিনিধি সম্মেলনে প্রায় ৪ শতাধিক ওলামা মাশায়েখ গণের উপস্থিতিতে ১৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) দুপুরে জেলা শহরের দফতরী পাড়া মাদ্রাসা মিলনায়তনে এই কমিটি গঠন হয়। এতে সভাপতিত্ব করেন,জামিয়া আরাবিয়া শান্তাহার মাদ্রাসার মহাপরিচালক হযরত আল্লামা মাহবুবুল ইসলাম।
সে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় সদস্য মাওলানা তরিকুল ইসলাম।
সম্মেলনে উপস্থিত সকলের পরামর্শক্রমে হেফাজতে ইসলাম বাংলাদেশ নওগাঁ জেলা কমিটি গঠন হয় এতে সভাপতি, মাওলানা মুফতী রাশেদ ইলিয়াস সাধারণ সম্পাদক, মাওলানা রিদওয়ানুল্লাহ, সাংগঠনিক সম্পাদক, মাওলানা হেলাল হাশেমী, অর্থ সম্পাদক মাওলানা মাহমুদ হাসান, প্রচার সম্পাদক, মাওলানা আবদুস সুবহান, দপ্তর সম্পাদক, মাওলানা আতিকুর রহমান প্রমুখ।