মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি
ঢাকায় ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ কতৃক লগী বৈঠার তান্ডব ও নৃশংস হত্যাকান্ডের বিচার চেয়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে। কিশোরগঞ্জের কটিয়াদী বাস্ট্যান্ডে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সোমবার ২৮ অক্টোবর বিকালে এই কর্মসূচী পালিত হয়েছে।
সমাবেশ শুরুর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কয়েক হাজার মানুষ নিয়ে খন্ড খন্ড মিছিল সহ অংশ নেয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ মোজাম্মেল হক জোয়ারদারের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসানের পরিচালনায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াত আমীর অধ্যাপক মোঃ রমজান আলী৷
বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াত সহকারী সেক্রেটারী অধ্যাপক কাজী সাইফুল্লাহ। জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক মাওঃ রফিকুল ইসলাম, ছাত্র শিবির জেলা দক্ষিণ সভাপতি হাসান আল মামুন, জেলা অমুসলিম পরিষদের সভাপতি কৃষ্ণ চন্দন বসাক, উপজেলা সহকারী সেক্রেটারী সাইদুল হক বিএসসি, সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, বায়তুল মাল সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, কর্মপরিষদ সদস্য ওয়াহিদুল হক, মাওলানা জসিম উদ্দিন, পৌর আমীর মাওলানা আলী কাউসার রনি, উপজেলা শ্রমীক কল্যান ফেডারেশনের সভাপতি শহিদুল ইসলাম দুলাল প্রমুখ।
প্রধান অতিথি জেলা জামায়াত আমীর অধ্যাপক মোঃ রমজান আলী বলেন, ঢাকায় ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ কতৃক লগী বৈঠার তান্ডব ও নৃশংস হত্যাকান্ডের বিচার করতে হবে৷ শান্তিপূর্ণ সমাবেশে হায়েনার মতো ঝাপিয়ে পড়ে নিরীহ জনতাকে হত্যা ও আহত করেছে৷ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নির্মুল করতে আওয়ামী লীগ গনহত্যা চালিয়ে৷ আওয়ামী লীগের অপকর্মের পাল্লা এতটাই ভারী যে, তাদের বিচার করেও শেষ করা যাবেনা৷
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী৷ এদেশে ইসলামী আইন প্রতিষ্ঠিত হলে দেশের মানুষের উপর শান্তি নেমে আসবে।’
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কটিয়াদী পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এসে হাসপাতাল রোডে সমাপ্ত হয়৷